মাহবুবুর রহমান চাষী অর্থাৎ চাষী আলম বিয়ে করেছেন। কনের নাম তুলতুল মোহনা। চাষী আলম এত দিন ব্যাচেলর দলে থাকলেও এবার ছাদনাতলায় বসতেই হলো। শুক্রবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠান শেষে কনেকে ঘরে তুলেছেন চাষী আলম। বৃহস্পতিবার (২৪ আগস্ট) ছিল তার গায়ে হলুদ। গত শুক্রবার গুলশানের একটি রেস্তোরাঁয় বসবে তার বিয়ের আসর। পাত্রী তুলতুল ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ছেন। এবার চাষী আলম জানালেন স্ত্রীও তাকে ‘হাবু ভাই’বলে ডাকেন। শ্বশুরবাড়ি প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিষয়টি জানান চাষী আলম। অভিনয় নিয়ে শুরবাড়ির কারও কোনো আপত্তি নেই উল্লেখ করে তিনি বলেন, ‘তারা তো জেনেশুনেই আমার সঙ্গে তাঁদের মেয়েকে বিয়ে দিয়েছেন। বউ তো আছেই, শ্বশুর-শাশুড়ি দুজনই আমার অভিনয়ের ভক্ত। বউ আমাকে “হাবু ভাই” বলে ডাকে। হা হা হা…।’

এ সময় স্ত্রী সম্পর্কে এ অভিনেতা আরও বলেন, ‘ওপরওয়ালা তুলতুলকে আমাকে মিলিয়ে দিয়েছে। আমার বউটা লক্ষ্মী। সে খুবই আধুনিক এবং স্টাইলিস্ট। আমার মনে মতো। তুলতুলের চুল ও চোখ বেশি পছন্দ আমার। ওর চোখে গভীর মায়া আছে।’ পারিবারিকভাবে বিয়ে হলেও মেয়ের সঙ্গে চাষীর পরিচয় প্রায় ছয় মাস আগে, উত্তরায়। হঠাৎ করেই এই পরিচয়। মেয়েটি তাঁর অভিনয়ের ভক্ত ছিলেন। পরিচয়ের কিছুদিন পর থেকে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। মাঝেমধ্যে দেখাসাক্ষাৎও চলে। একটা পর্যায়ে চাষীর পরিবারের অন্যান্য সদস্য মেয়েটিকে দেখেন। তাঁদের পছন্দ হয়।

বর্তমানে ছোটপর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষী আলম। ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’। কাজল আরেফীন অমি নির্মিত এ নাটক দুটি প্রকাশের সঙ্গে সঙ্গে পেয়েছে তুমুল জনপ্রিয়তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *