বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার নেতৃত্বে অসংখ্য ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। চোটের কারণে একাধিকবার তার হাঁটুতে বড় ধরনের অস্ত্রোপচার করা হয়েছে। অদম্য সাহসিকতার কারণে বারবার ইনজুরি আক্রান্ত হওয়ার পরও ক্রিকেটে ফিরেছেন, দেশকে উপহার দিয়েছেন একাধিক সাফল্য।

মাশরাফির বয়স এখন চল্লিশ ছুঁই ছুঁই। তার বয়সের অনেকেই ক্রিকেট থেকে অবসরে বিভিন্ন পেশায় জড়িয়ে গেছেন। অথচ মাশরাফি ক্রিকেট থেকে অবসরের আগেই নিজ জেলা নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে হয়েছেন সংসদ সদস্য।

একজন সংসদ সদস্য হওয়া সত্ত্বেও মাঠের ক্রিকেটে অনবদ্য খেলে যাচ্ছেন তিনি। ক্রিকেটের প্রতি তার এই নিবেদন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস বলেন, মাশরাফি এ বয়সেও খেলছে, এটা দারুণ ব্যাপার। দেখুন এ ধরনের একজন আইডল থাকা খুব প্রয়োজন। তরুণরা তো শিখবেই পাশাপাশি অনেকে মাশরাফির মতো পেসার হতে চাইবে। এটা বাংলাদেশের জন্য ইতিবাচক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *