
ভারতীয় প্রমোদতরী ‘গঙ্গা বিলাসে’ বাংলাদেশে আসা সুইডিশ, জার্মান ও ভারতের পর্যটকরা বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করেছেন। শনিবার বিকালে মোংলা থেকে সড়ক পথে পর্যটকরা ষাটগম্বুজ মসজিদে আসেন। এ সময় বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিথিদের অভ্যর্থনা জানান। এর আগে দুপুরে বিদেশি পর্যটকবাহী প্রমোদতরী গঙ্গা বিলাস মোংলা বন্দরে পৌঁছায়। সেখানে মোংলা বন্দরের পক্ষ থেকে অতিথিদের অভ্যর্থনা জানানো হয়।
মোংলা বন্দরের আনুষ্ঠানিকতা ও দুপুরের খাবার শেষে সড়ক পথে ষাটগম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা করেন। বিকালে ষাটগম্বুজ পৌঁছানোর পরে ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন অতিথিদের বাগেরহাট যাদুঘর ও ষাটগম্বুব্জ মসজিদ ঘুরিয়ে দেখান। তিনি অতিথিদের কাছে ইংরেজি ভাষায় ষাটগম্বুজের ইতিহাস ও বাগেরহাট সম্পর্কে বর্ণনা করেন। অতিথিরাও মুসলিম স্থাপত্যের এই প্রাচীন নিদর্শন সম্পর্কে খোঁজ খবর নেন। মসজিদের স্বতন্ত্র স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব জেনে বিস্ময় প্রকাশ করেন পর্যটকরা।
এমভি গঙ্গা বিলাসের ট্যুর অপারেটর জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান বলেন, ষাটগম্বুজ ঘুরে সুইডিশ, জার্মান ও ভারতের পর্যটকরা আনন্দ প্রকাশ করেছেন। পর্যটকদের এই ভ্রমণটি পৃথিবীর সবচেয়ে লং ট্যুর রিভার ক্রুজ। এটি ৩ হাজার ২০০ কিলোমিটার নদীপথ পাড়ি দেবে। বাংলাদেশ-ভারতের ২৭টি নদী ও ৫০টি পর্যটন কেন্দ্রে যাবে। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ভ্রমণ শেষে ১৭ ফেব্রুয়ারি কুড়িগ্রামের চিলমারী হয়ে ভারতের আসামে ঢুকবে। প্রমোদতরীটি ১৩ জানুয়ারি ভারতের বেনারস রাজ্য থেকে ছেড়ে আসে। জাহাজটি ৫১ দিনের সফরে বের হয়েছে। এই প্রমোদতরীতে সুইডেনের ২৮, জার্মানের ১ এবং ইন্ডিয়ার একজন পর্যটক রয়েছেন।
More Stories
ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এর পক্ষ থেকে চমাশিহা ক্যান্সার হাসপাতালে অনুদান প্রদান
ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এর পক্ষ থেকে চমাশিহা ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউটের জন্য ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।...
প্রতিটি দিন, প্রতিটি জায়গা হোক নারীর জন্য সম্মানের
আজ ৮ মার্চ, সারা বিশ্বে এই দিনটি পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। ১৯০৮ সালে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা,...
ভিসার আবেদন করার জন্য হজ যাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দিতে হবে না
বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করার জন্য হজ যাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দিতে হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।...
হিল্লা বিয়েতে রাজি না হওয়ায় বাদল সরদার ও তার পরিবার সমাজচ্যুত
হিল্লা বিয়েতে রাজি না হওয়ায় বাদল সরদার ও তার পরিবারকে স্থানীয় প্রভাবশালী আজিজুল সিকদার ও তার সহযোগীরা সমাজচ্যুত করে রেখেছেন...
চিঠি পাঠানোর ১০০ বছর পর প্রাপকের ঠিকানায়
চিঠি পাঠানোর ১০০ বছর পর তা এসে প্রাপকের ঠিকানায় পৌঁছেছে। আশ্চর্যজনক এ ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। ১৯১৬ সালে পাঠানো ওই চিঠিটি...
৬৭ বছর বয়সি বিল গেটসের জীবনে আবার বসন্ত হাওয়া!
বিশ্বের অন্যতম ধনী ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ৬৭ বছর বয়সি বিল গেটসের জীবনে আবার বসন্ত হাওয়া লেগেছে।মেলিন্ডার সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রায় দুই...